ধর্মগুরুর কথায় স্বর্গ প্রাপ্তির আশায়, না খেয়ে ভক্তদের স্বেচ্ছামৃত্যুর ঘটনায় আরও ২৬ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর এনডিটিভি’র।
কেনিয়ার চাঞ্চল্যকর এ ঘটনায় এ পর্যন্ত মোট ৭৩ জনের মরদেহ পাওয়া গেলো। গহীন বনে কবর খুঁড়ে উদ্ধার করা হয় এসব মরদেহ । নিহতদের মধ্যে আছে শিশুরাও। আরও মরদেহের খোঁজে এখনো চলছে অনুসন্ধান।
গত সপ্তাহে গোপন সূত্রের ভিত্তিতে বনের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় ১৫ জনকে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় চারজনের। তাদের বয়ানের ওপর ভিত্তি করে কবর শনাক্ত করে পুলিশ।
শিশু মৃত্যুর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চলতি বছর মার্চে আটক হয়েছিলেন যাজক ম্যাকেঞ্জি। এখনও চলছে সে মামলা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

