নব নির্বাচিত রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বঙ্গভবনে শুরু হয় গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা।
২২ তম রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন গার্ড অফ অনার মঞ্চে উঠলে তার অনুমতিক্রমে শুরু হয় গার্ড অফ অনার।গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা শেষে গার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন। গার্ড পরিদর্শন শেষে আবারও মঞ্চে উঠলে শেষ হয় এই আনুষ্ঠানিকতা।
দুপুরে স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ নম্বর এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি।
/এনএএস

