Site icon Jamuna Television

বাবার রাজ্যাভিষেকে পরিবারের সাথে বসতে পারবেন না প্রিন্স হ্যারি

বাবার রাজ্যাভিষেকে পরিবারের সাথে বসতে পারবেন না প্রিন্স হ্যারি। বড় ভাই প্রিন্স উইলিয়ামের চেয়ে ১০ সারি পেছনে বসতে হবে তাকে। রাজপরিবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

মূলত স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হবেন তিনি। কর্তৃপক্ষ জানায়, স্ত্রী মেগান মার্কেলকে ছাড়াই খুব অল্প সময়ের জন্য অনুষ্ঠানে যোগ দেবেন হ্যারি। যুক্তরাজ্যের রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হবে আগামী ৬ মে। এ উপলক্ষে লন্ডনে বসতে যাচ্ছে জমকালো আয়োজন। অভিষেকে নতুন রাজাকে পড়ানো হবে মুকুট।

/এমএন

Exit mobile version