Site icon Jamuna Television

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা বাইডেনের, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।

এদিন প্রার্থিতার দৌড়ে লড়াইয়ের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বাইডেন। ২০১৯ সালের এই দিনেই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এরইমধ্যে লড়াইয়ে নাম লিখিয়েছেন ভ্যাকসিন বিরোধী নেতা রবার্ট কেনেডি জুনিয়র। এছাড়াও আছেন লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। টেলিভিশন বিতর্ক, জরিপ ও দলীয় ভোটাভুটির পর চূড়ান্ত হবে মূল প্রার্থী।

/এমএন

Exit mobile version