Site icon Jamuna Television

সাগরে ভাসছিল দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী, নাটকীয় অভিযানে উদ্ধার

ইতালিতে নাটকীয় অভিযানে উদ্ধার করা হলো দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। সোমবার (২৪ এপ্রিল) ল্যাম্পেদুসা উপকূল থেকে তাদের উদ্ধার করে দেশটির কোস্ট গার্ড। খবর এপির।

কর্তৃপক্ষ জানায়, তিনটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। উত্তাল সাগরে জাহাজ ডুবে বিপজ্জনকভাবে ভাসছিল অভিবাসনপ্রত্যাশীরা। দফায় দফায় উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে তুলে আনেন তাদের। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ২৩ জন। উদ্ধারকৃতরা কোন কোন দেশের নাগরিক সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version