Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা, ফিরেছেন রাহানে

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটার অজিঙ্কা রাহানে।

পিঠের ইনজুরিতে স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও যশপ্রীত বুমরার। রোহিত শর্মার নেতৃত্বে এই দলে আছেন শুভমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি ও লোকেশ রাহুলসহ ছয় বিশেষজ্ঞ ব্যাটার।

এক বছরেরও বেশি সময় টেস্ট না খেলেও ডাক পেয়েছেন অজিঙ্কা রাহানে। ছন্দহীনতার কারণে গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলে জায়গা হারান এই ব্যাটার। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন রাহানে। ৫ ইনিংস খেলে ৫২.২৫ গড়ে ২০৯ তিনি করেছেন রান। দু’টি ফিফটিও আছে তার, সর্বোচ্চ অপরাজিত ৭১।

আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বাকি সদস্যরা হলেন কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনারকাট। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে পর্দা উঠবে ফাইনালের। ১২ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে।

/এম ই

Exit mobile version