সামষ্টিক অর্থনীতির বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী মুদ্রানীতিতে সে সম্পর্কে পরিস্কার ধারণা দেয়া হবে। এসব সূচকের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে।
সফররত আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক। জানান, আইএমএফ প্রতিনিধ দলের সাথে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে আলোচনা হয়েছে। তবে ঋণের সাথে এই বৈঠকের কোনো সম্পর্ক নেই। সদস্য দেশগুলোর বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিত ফলোআপের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে আইএমএফ প্রতিনিধি দল।
মেজবাউল হক আরও জানান, বৈদেশিক মুদ্রা বিনিময়ের একক রেট নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে অনেকখানি অগ্রগতি হয়েছে। মুদ্রানীতিতে বাজারভিত্তিক সুদহারের বিষয়ে ঘোষণা থাকবে।
/এমএন

