Site icon Jamuna Television

ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রস্তুত হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। তবে গত সংসদে আইনটি পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং কীভাবে প্রণয়ন করবেন, তা নির্ধারণের জন্য তাকে প্রধান করে কমিটি করে দেয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে দু’দিনের সফরে সিলেট পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

/এমএন

Exit mobile version