অর্জুন টেন্ডুলকারের বোলিং অ্যাকশন এবং বডি ব্যালেন্সে বড় ধরনের সমস্যা খুঁজে পেয়েছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক রশিদ লতিফ । তার মতে, শরীরের ভারসাম্য রাখতে সমস্যা হচ্ছে অর্জুনের । এই ব্যাপারে নিজের টুইটার অ্যাকাউন্টে ৪ টি ছবি দিয়ে একটি বিশ্লেষণধর্মী পোস্ট দিয়েছেন লতিফ।
বোলিং অ্যাকশনে কোথায় সমস্যা আছে, কিংবা আর কোন কোন জায়গায় উন্নতি করতে হবে- এই ব্যাপারে টুইটারে একটি বিশ্লেষণ করেছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক রশিদ লতিফ। যে চারটি সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলো হলো-
প্রথমত, অর্জুনের ফ্রন্ট লেগ সমস্যা । অর্থাৎ, ডেলিভারিতে যাওয়ার সময় তার সামনের পায়ের হাঁটু ভেঙে যাচ্ছে , যা পেস বোলারদের ক্ষেত্রে একেবারেই কাম্য নয়।
দ্বিতীয় সমস্যাটা পাওয়া গেছে অর্জুনের নন বোলিং আর্মে। যেখানে দেখা যায়, বল তার হাত থেকে বের হওয়ার অনেক আগে নন বোলিং আর্ম নিচে পড়ে যাচ্ছে ।
তৃতীয়ত, শরীরের পুরো ওজন একটি নির্দিষ্ট দিকেই ব্যাবহার করছেন অর্জুন, যেখানে তার বডি ব্যালেন্স থাকছে না ।
চতুর্থ সমস্যাটা হচ্ছে ফিট অ্যালাইনমেন্ট। বল করার সময় অর্জুনের সামনে এবং পেছনের পা কোনাকুনি থাকছে । এ ক্ষেত্রেও ভারসাম্য রাখতে অসুবিধা হচ্ছে তার।
/এনএএস

