Site icon Jamuna Television

রিয়ালের বিপক্ষে আর্জেন্টাইন ফুটবলারের ৪ গোল

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় জিরোনার কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের মাঠে ৪-২ গোলে হেরেছে গ্যালাক্টিকো’রা। সেই সাথে ইতিহাসে নাম লিখিয়েছেন ভ্যালেন্টিন ক্যাস্তেনালোস।

একুশ শতকে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই চার গোল করার র্কীতি গড়লেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেনি বর্তমান লিগ ও ইউরোপ চ্যাম্পিয়নরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পেটের পীড়ায় নিয়মিত গোলরক্ষক থিবো কর্তোয় ও পেশির চোটে খেলতে পারেননি করিম বেনজেমা। এছাড়াও একাদশে ছিল আরও তিন পরিবর্তন। জিরোনার হয়ে দুই অর্ধে দু’টি করে গোল করেন ক্যাস্তেনালোস।

সফরকারীদের হয়ে দুই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাসকেস। এই হারে লিগ শিরোপা ধরে রাখার আশা অনেকটাই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের।

/এনএএস

Exit mobile version