Site icon Jamuna Television

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলার কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম শুরু হয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নিউইয়র্কের আদালতে শুরু হয় এই দেওয়ানি মামলার কার্যক্রম। ই জ্যাঁ ক্যারল নামের এক কলামিস্ট অভিযোগ করেন প্রায় ৩০ বছর আগে তাকে ধর্ষণ করেন ট্রাম্প।

অভিযোগে বলা হয়, একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করা হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেছেন ক্যারল। যদিও এসব এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতার দৌড়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প। এরইমধ্যে শুরু হলো এই মামলার কার্যক্রম। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে।

/এনএএস

Exit mobile version