Site icon Jamuna Television

দিনাজপু‌রে বা‌স চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:

দিনাজপুরে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকে‌লের দুই আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টায় দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক সড়কের সদর উপজেলার চু‌নিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা‌টি ঘটে। নিহতরা হ‌লেন- শহরের রামনগর এলাকার বাবুল হো‌সেন ও সোহান।

পু‌লিশ জানায়, দিনাজপুর শহর থে‌কে ওই দু’জন মোটরসাইকেলযো‌গে ফুলবাড়ী উপজেলার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সদর উপজেলার চু‌নিয়াপাড়া এলাকায় পৌঁছালে অপর দিক থে‌কে আসা এক‌টি যাত্রীবাহী বা‌সের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় বা‌সের চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই চালকসহ দু’জ‌ন নিহত হয়।

ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দিনাজপুর কো‌তয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

ইউএইচ/

Exit mobile version