Site icon Jamuna Television

কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

দফায় দফায় সময় বাড়িয়েও পূরণ হলো না হজের কোটা। তাই সাড়ে তিন হাজার কোটা বাকি থাকতেই আর নিবন্ধনের সময় না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়। কারণ, সৌদি সরকার খরচ বাড়িয়েছে। বাড়িভাড়া, ডলারের বাড়তি দাম সব মিলিয়ে হজের খরচ বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, এ বছর অন্যান্য দেশও কোটা ফেরত দেবে বলে ধারণা ধর্ম প্রতিমন্ত্রীর। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানান ফরিদুল হক খান।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২/৩ হাজার কোনো বিষয় না। আপনারা প্রমাণ পাবেন। হজ শেষ হোক। সারা বিশ্বের কী অবস্থা হয় আর আমাদের কী অবস্থা, তখন বুঝতে পারবেন। তখন বলবেন যে, বাংলাদেশ কী করেছে। আমাদের যত হজযাত্রী যাচ্ছে, পার্সেন্টেজ অনুসারে আমরা বিশ্বের মধ্যে সর্বোচ্চ থাকবো ইনশাল্লাহ।

/এম ই

Exit mobile version