Site icon Jamuna Television

অস্ত্রবিরতির মধ্যেও সুদানের বিভিন্ন স্থানে সংঘাত অব্যাহত

৭২ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যেও সুদানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে সংঘাত। সংকট সমাধানে আলোচনায় আগ্রহের কোনো লক্ষণ নেই বিবদমান দু’পক্ষের। এমন মন্তব্য করেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে সুদানে চলমান সহিংসতা নিয়ে আলোচনা হয়। সেখানেই এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি বলেন, সংঘাতে জয়ী হওয়ার জন্য মরিয়া দু’পক্ষ। বেসামরিক ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই সংঘাত চলছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যেরও তীব্র সংকট রয়েছে। সংঘাতপূর্ণ রাজধানী খার্তুম থেকে বিদেশিদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার লড়াই প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় গত ১৫ এপ্রিল। এই ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫৯ জনের, আহত ৪ হাজারের বেশি।

ইউএইচ/

Exit mobile version