Site icon Jamuna Television

দিল্লির মূল একাদশে আর সুযোগ পাবেন তো মোস্তাফিজ?

রঞ্জন শান্ত:

২০১৬ সালে আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। ১৭ উইকেট নিয়ে দলের একমাত্র শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৭ বছর পর পুরনো অধিনায়ককে ফিরে পেলেও নিজেকে যেন হারিয়েই ফেলেছেন মোস্তাফিজুর রহমান। বাজে পারফরমেন্সের পর প্রশ্ন উঠছে, চলতি আসরে আদৌ আর দিল্লির মূল একাদশে সুযোগ পাবেন তো মোস্তাফিজ?

২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসরে ১৬ ম্যাচে ৬১ ওভার বল করেছিলেন মোস্তাফিজ। পেয়েছিলেন ১৭ উইকেট। প্রতি ম্যাচেই ডেথ ওভার বোলিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের তুরুপের তাস ছিলেন ‘দ্য ফিজ’। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেও ইকোনমি ছিল মাত্র ৬.৯। ঐ একবারই আইপিএল শিরোপা জেতা অরেঞ্জ আর্মি শিবিরে বল হাতে ত্রাস হয়ে ওঠা ফিজের কারণে সেই সময়ের সেরা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট পুরো মৌসুম কাটিয়েছিলেন হায়দরাবাদের বেঞ্চে। সুযোগ পেয়েছিলেম মাত্র ১ ম্যাচ।

পরের মৌসুমেই মুদ্রার অন্য পিঠ দেখেন মোস্তাফিজ। হায়দরাবাদ ফিজকে গোটা মৌসুমে খেলিয়েছিল মাত্র ১ ম্যাচ। ২.৪ ওভার বল করে খরুচে মোস্তাফিজ রান দিয়েছিলেন ৩৪। এরপরই ফিজকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ফেরেন মোস্তাফিজুর রহমান। রোহিতের দলে খুব একটা সুবিধা করতে পারেননি এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমি রেটে নিয়েছিলেন ৭ উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচে ডেথ ওভার বোলিংয়ে সুযোগ পেয়েও প্রতিপক্ষের গায়ে দাগ কাটতে পারেননি কাটার মাস্টার।

এরপর চোটপ্রবণ মোস্তাফিজকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় বিসিবি। এ জন্য তিনি খেলতে পারেননি কয়েকটি মৌসুম। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আইপিএলে কামব্যাক করেন এই বাংলাদেশি পেসার। স্লোয়ার কার্টারের ঝলক দেখিয়ে সেবার ১৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন ফিজ। তবে মেগা নিলামের আগে মোস্তাফিজকে ধরে রাখেনি রাজস্থান শিবির।

২০২২ সালে মোস্তাফিজকে ২ কোটি রূপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। প্রথম আসরে ফিজ খেলেছিলেন মাত্র ৮ ম্যাচ। উইকেট পেয়েছিলেন ৮টি, ইকোনমি রেট ৭.৬৩। চলতি আসরেও মোস্তাফিজকে ধরে রাখে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। সাত বছর পর আবারও মোস্তাফিজের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রশ্ন উঠেছিল, পুরনো বন্ধুর নেতৃত্বে আবারও আইপিএলে পুরনো ছন্দ ফিরে পাবে কি ফিজ?

কিন্তু ফিজ যেন এবারও নিজেকে হারিয়ে খুঁজছেন। দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ৭৯ রান খরচায় পেয়েছেন কেবল ১ উইকেট। ইকোনমি রেট ১১.২৯! টানা পাঁচ ম্যাচ হেরে আসর শুরু করা দিল্লি শেষ দুই ম্যাচ জিতেছে মোস্তাফিজকে ছাড়াই। প্রশ্নটাও তাই বদলেছে। আদৌ কি চলতি আসরে দিল্লির একাদশে আর দেখা যাবে দ্য ফিজকে?

/এম ই

Exit mobile version