Site icon Jamuna Television

শস্য সরবরাহে অচলাবস্থার জন্য পশ্চিমারা দায়ী: রাশিয়া

কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহে অচলাবস্থার জন্য পশ্চিমাদের দায়ী করছে রাশিয়া। জাতিসংঘ অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, মস্কোর রফতানিতে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। খবর রয়টার্সের।

সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনীয় বন্দর দিয়ে পার হওয়া শস্যের মাত্র ৩ শতাংশ পেয়েছে ইথিওপিয়া, ইয়েমেন, আফগানিস্তান, সোমলিয়া, সুদানের মতো দরিদ্র দেশগুলো। ৮০ শতাংশের বেশি পেয়েছে ধনী ও মধ্য আয়ের দেশগুলো। আসল শর্তই মানা হচ্ছে না। জাতিসংঘ সমাধানের চেষ্টা করছে। তবে পশ্চিমা মোড়লদের কারণে সমাধান হচ্ছে না। তারা আবার রুশ ফেডারেশনের ওপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

/এমএন

Exit mobile version