Site icon Jamuna Television

সুদান সংঘাত: জৈব-গবেষণাগারের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের, স্বাস্থ্য সতর্কতা জারি ডব্লিউএইচও’র

৭২ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যেও সুদানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে সংঘাত। সংকট সমাধানে আলোচনায় আগ্রহের কোনো লক্ষণ নেই বিবদমান দু’পক্ষের। এরই মধ্যে দেশটিতে বড় ধরনের স্বাস্থ্যগত বিপর্যয় হতে পারে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর সিএনএন এর।

মূলত, বিদ্রোহী আরএসএফ দেশটির সবচেয়ে বড় জৈব-গবেষণাগার দখলে নেয়ার পর এই সতর্কতা জারি করে ডব্লিউএইচও। এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, জৈব-গবেষণাগারটিতে বিভিন্ন রোগ নিয়ে গবেষণা হতো। সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস এবং জীবাণু সংরক্ষিত রয়েছে। বায়োল্যাবটির ক্ষতি হলে বা এটি ধ্বংস হলে এসব ভাইরাস ছড়িয়ে পড়তে পারে খোলা পরিবেশে। ফলে দেখা দিতে পারে মহামারি। এ অবস্থায় সুদানের বিবাদমান পক্ষগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

এদিকে, দেশটিতে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি বলেন, সংঘাতে জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দু’পক্ষ। বেসামরিক ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই সংঘাত চলছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যেরও তীব্র সংকট রয়েছে। সংঘাতপূর্ণ রাজধানী খার্তুম থেকে বিদেশিদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি বলেন, সংঘাতে জয়ী হওয়ার জন্য মরিয়া দু’পক্ষ। বেসামরিক ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই সংঘাত চলছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যেরও তীব্র সংকট রয়েছে। সংঘাতপূর্ণ রাজধানী খার্তুম থেকে বিদেশিদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার লড়াই প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় গত ১৫ এপ্রিল। এই ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫৯ জনের, আহত ৪ হাজারের বেশি।

এসজেড/

Exit mobile version