Site icon Jamuna Television

বরিশাল সিটি নির্বাচন বর্জনের ঘোষণা বাসদের

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (২৬ এপ্রিল) সকালে নগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী এ কথা জানান।

মনীষা চক্রবর্তী বলেন, বাসদ এবং তাদের রাজনৈতিক জোট বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়ে সেই ভোটকে বৈধতা দিতে চায় না বাসদ। গায়ের জোরে আরও একটি নির্বাচন করার ঈঙ্গিত পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএন

Exit mobile version