Site icon Jamuna Television

ময়মনসিংহে ব্রিজ ভেঙে নদীতে লরি-প্রাইভেটকার

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ত্রিশালে একটি স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে দুটি গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পণ্যবাহী একটি লরি প্রথমে ব্রিজ পার হচ্ছিলো। পেছনো ছিল আরেকটি প্রাইভেটকার। গাড়ি দুটি ব্রিজের মাঝামাঝি পৌঁছলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায়। নদীতে পড়ে যায় গাড়ি দুটি। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস।

ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, লরিটির অতিরিক্ত ওজনের কারণে ব্রিজ ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য পাশে আরেকটি ব্রিজ থাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল।

এসজেড/

Exit mobile version