Site icon Jamuna Television

রাজবাড়ীতে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

রাবেয়া বেগম ভবদিয়া গ্রামের আবুল হোসেন মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভবদিয়া গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখ বাড়ির পাশে মাঠের মধ্যে মুরগীর খামার তৈরি করেছেন। খামারে শেয়ালের উৎপাত ঠেকানোর জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে খোলা তারের ফাঁদ পেতে রাখতেন। সোমবার সকাল সাতটার দিকে সেখানে শুকনো লাকড়ি কুড়াতে যায় রাবেয়া। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

নিহতের ভাতিজা ফরহাদ মন্ডল অভিযোগ করে বলেন, খামারের চার পাশে বিদ্যুতের সংযোগ দেওয়া তার থাকলেও খামার মালিক সেটি কাউ কে বলেন নাই। এ বিষয়টি কেউ জানতো না। এ রকম ব্যবস্থা গ্রহণের আগে সবাই কে জানিয়ে রাখলে এভাবে মর্মান্তিক মৃত্যু হতো না।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version