Site icon Jamuna Television

বাংলাদেশের জন্য ‘বিজ্ঞাপন স্পেস’ সীমিত করেছে ফেসবুক

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জন্য বিজ্ঞাপনী স্পেস সীমিত করেছে মেটা প্ল্যাটফর্ম। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুলের পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িকভাবে তারা বাংলাদেশে সেবা দিতে পারছে না।

গ্রাহকদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব বাজারে ডলার সংকট এবং রেমিট্যান্স সংক্রান্ত নানা জটিলতার কারণে তারা আপাতত বিজ্ঞাপন নেয়া বন্ধ রেখেছে।

এইচিটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

এএআর/

Exit mobile version