Site icon Jamuna Television

কোহলিদের হারিয়ে জয়ের ধারায় ফিরলো কলকাতা

ছবি : সংগৃহীত

আইপিএলে টানা চার ম্যাচে হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার (২৬ এপ্রিল) বেঙ্গালুরুতে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে (আরসিবি) ২১ রানে হারিয়েছে তারা।

এ দিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০০ রান তোলে কলকাতা। দলের পক্ষে জেসন রয় করেন ২৯ বলে সর্বোচ্চ ৫৬ রান এবং নীতীশ রানা ২১ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। আরসিবির পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন হাসারাঙ্গা ও বিজয়কুমার।

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৯ রানেই গুটিয়ে যায় আরসিবি। কোহলি বাদে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কেউই। ৩৭ বলে কোহলির ব্যাট থেকে আসে ৫৪ রান। এ ম্যাচে কেকেআরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বরুণ চক্রবর্তী। চার ওভারে ২৭ রান খরচায় তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল এবং এস শর্মা।

এএআর/

Exit mobile version