Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় ২৭ ঘণ্টা পর মামলা

ফাইল ছবি

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত নোমানের বড় ভাই বাদী হয়ে মামলাটি করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত একটার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন।

ঘটনার ২৭ ঘণ্টা পর করা এ মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামি করা হয়। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জন অজ্ঞাত আসামি।

এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সময় কয়েকজন সন্ত্রাসীকে অস্ত্র হাতে ঐ এলাকায় দেখা যায়। মঙ্গলবার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যা করে সন্ত্রাসীরা।

/এনএএস

Exit mobile version