Site icon Jamuna Television

বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানি ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে টোকিওর একটি হোটেলে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় অপার সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরে জাপানি ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

দেশে ক্রমবর্ধমান জাপানি ব্যবসা ও বিনিয়োগের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, করোনা মহামারির চাপের মধ্যেও বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থ বছরে প্রথমবারের মতো ৪ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাপানি ব্যবসায়ীরা ক্রমবর্ধমান এই ধারা অনুসরণ করে বাংলাদেশে নতুন ব্যবসা খুলবে। এ অনুষ্ঠানে জাপানের শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

/এমএন

Exit mobile version