Site icon Jamuna Television

ছত্তিশগড়ে মাওবাদীর হামলায় ১০ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে মাওবাদীরা। এ হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্যসহ এক ড্রাইভার নিহত হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

বুধবার (২৬ এপ্রিল) দান্তেওয়াড়া জেলায় হয় এ ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ভাড়া করা একটি গাড়ি নিয়ে চরমপন্থী গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে গিয়েছিল পুলিশ সদস্যদের দলটি। ফেরার পথে বোমা ছোড়া হয় গাড়িটিতে। ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এক টুইটবার্তায় হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত পুলিশ সদস্যরা প্রদেশটির পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড -ডিআরজি’র সদস্য বলে জানায় স্থানীয় গণমাধ্যম। মাওবাদী বিরোধী অভিযানের লক্ষ্যেই, গড়ে তোলা হয়েছে শাখাটি। মূলত স্থানীয় আদিবাসীরাই এই শাখার সদস্য।

/এনএএস

Exit mobile version