Site icon Jamuna Television

শি জিনপিং-জেলেনস্কি ফোনালাপ: সংকট সমাধানে কিয়েভে মধ্যস্থতাকারী পাঠাবে বেইজিং

রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে মধ্যস্থতায় কিয়েভে একজন প্রতিনিধি পাঠাবে চীন। বুধবার (২৬ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য। খবর এপির।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে ফোনালাপ হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। প্রায় এক ঘণ্টা ধরে চলে আলোচনা। শির সাথে কথোপকথন দীর্ঘ ও অর্থবহ ছিল, এমনটা জানান জেলেনস্কি। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ আখ্যা দেন তিনি।

গেলো মার্চে শি জিনপিং মস্কো সফরে যান। সেসময় থেকেই জেলেনস্কির সাথে আলোচনার জন্য জোর দিচ্ছিল পশ্চিমা মহল। দুই নেতার সংলাপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই পথ ধরে শান্তি আসবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়, এমন বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

/এমএন

Exit mobile version