Site icon Jamuna Television

রাশিয়া ছাড়ছে হুন্দাই

রাশিয়া থেকে এবার ব্যবসা গুটিয়ে নিচ্ছে জনপ্রিয় মোটর নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরীয় গণমাধ্যম এমবিসি।

প্রচারিত সংবাদে জানানো হয়, রুশ প্রতিষ্ঠান কাজাখ এর কাছে বিক্রি করে দিচ্ছে নির্মাণ কারখানা। চূড়ান্ত পর্যায়ে রয়েছে ব্যবসায়িক আলোচনা। এছাড়া, এ বিষয়ে রাশিয়া সরকারের তরফ থেকে সবশেষ অনুমোদনের অপেক্ষায় রয়েছে হুন্দাই। গেলো বছর রাশিয়ায় মোটর নির্মাণ কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি।

চলতি বছর মার্চে এক বিবৃতিতে জানায়, ভবিষ্যতে দেশটিতে তারা কাজ করবে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। প্রতি বছর রাশিয়ার কারখানায় ২০ লাখের মতো গাড়ি ও যন্ত্রাংশ নির্মাণ করে হুন্দাই। যা তাদের বৈশ্বিক মোট উৎপাদনের ৪ শতাংশ। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে রাশিয়ার শীর্ষ তিন গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ছিল রেনোঁ, হুন্দাই ও কিয়া।

/এমএন

Exit mobile version