Site icon Jamuna Television

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহ্বাজ তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি হার্ট ও কিডনির জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।

আজ মঙ্গলবার বাদ আছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম-২ আসনের এই সংসদ সদস্যের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান জাতীয় পার্টির শীর্ষ নেতারা। শোক জানিয়েছেন পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার কুড়িগ্রাম পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাজুল ইসলাম চৌধুরীকে দাফন করা হবে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version