Site icon Jamuna Television

দেউলিয়াত্ব এড়াতে মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিক প্রাণপণ লড়ছে

দেউলিয়াত্ব এড়াতে প্রাণপণ লড়ছে মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিক। গেলো কয়েক সপ্তাহ ঋণদাতা প্রতিষ্ঠানটির জন্য ছিল কঠিন সময়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকটির বিলোপ অনিবার্য। খবর এপির।

বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, আগামী সপ্তাহের শুরুতেই আসতে পারে ব্যাংকটি বিলুপ্তির ঘোষণা। সোমবার ফার্স্ট রিপাবলিক এক বিবৃতিতে জানায়, বছরের প্রথম প্রান্তিকে ৪১ শতাংশ পর্যন্ত আমানত খুইয়েছে তারা। মঙ্গলবার পর্যন্ত ৪৯ শতাংশ ঘটে ব্যাংকটির শেয়ারের দরপতন। গেলো দুই দিনে বহুবার বন্ধ হয়ে যায় স্টকের লেনদেন।

এর আগে, দেউলিয়াত্ব এড়াতে ব্যাংকটিকে কয়েক দফায় ৩০ বিলিয়ন ডলার ঋণ দেয়া হয়েছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারও অর্ধধারের বিনিময়ে টিকে যেতে পারে প্রতিষ্ঠানটি। নতুবা বাধ্য হয়েই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে রেগুলেটরি অথরিটি। সেক্ষেত্রে লোকসানে পরতে পারেন আমানতকারীরা। চলতি বছরই সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক দেউলিয়া হয়ে পরে।

/এমএন

Exit mobile version