ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দেশে সফর করে শেষ চেষ্টা করছেন, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে সরকার। কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হবে না।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনও শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই এবার বিদেশের নিষেধাজ্ঞা নয়, জনগণই নিষেধাজ্ঞা দিবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
/এমএন

