Site icon Jamuna Television

অপহৃত ছেলেকে উদ্ধারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের জিম্মি!

বন্দুক ও পেট্রোল বোমা নিয়ে শিক্ষার্থীদের জিম্মি।

পশ্চিমবঙ্গের মালদহ জেলায় একটি স্কুলের শিক্ষার্থীদের জিম্মি করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেবকুমার বল্লভ (৪৪) নামে এক ব্যক্তিকে। বুধবার (২৭ এপ্রিল) মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ঘটে এ ঘটনা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর ইন্ডিয়া টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, পিস্তল নিয়ে এক ব্যক্তি স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করে। পরে সেখানকার শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে দেবকুমার বল্লভ। এ সময় পিস্তল ছাড়াও পেট্রোল বোমা এবং ধারালো অস্ত্র ছিল তার কাছে। এগুলোর মাধ্যমে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল ওই ব্যক্তি।

অভিযুক্ত ওই ব্যক্তির দাবি, সম্প্রতি তার ছেলেকে অপহরণ করা হয়। বারবার পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও উদ্ধার করা হয়নি তার ছেলেকে। দ্রুত উদ্ধার করা না হলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর হুমকি দেন ওই ব্যক্তি।

খবর পেয়ে স্কুল থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ছেলেকে অপহরণ করার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে মালদহ পুলিশ। পুলিশের দাবি, জিম্মিকারী দেবকুমার বল্লভ মানসিক ভারসাম্যহীন।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। এই ঘটনায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। একই সাথে স্কুল শিক্ষার্থীদের জিম্মি করার বুদ্ধি বল্লভকে কে বা কারা দিলো তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

এসজেড/

Exit mobile version