Site icon Jamuna Television

চট্টগ্রাম-৮ এর উপনির্বাচনে ভোট চলছে, কেন্দ্রে ভোটার কম

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ভোটার উপস্থিতি বেশ কম। বিশেষ করে বোয়ালখালী উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম।

এই উপনির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে শুরু হয়। ভোট কক্ষে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশ ঠেকাতে সতর্ক নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ শুরু হলে সকালে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ নগরীর বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স উ ম আব্দুস সামাদ বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্ট বের দেওয়ার অভিযোগ তুলেছেন।

এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন আছে বিজিবি, র‍্যাব ও সোয়াত টিম। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজারের কিছু বেশি। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

/এমএন

Exit mobile version