সুদানে চলমান ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে শেষ হওয়া বিরতির ইস্যুতে এখনও নিশ্চুপ আধা সামরিক বহর আরএসএফ। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার সকালেই আফ্রিকার আঞ্চলিক বাণিজ্যিক জোট আইজিএডি অস্ত্রবিরতি বৃদ্ধির প্রস্তাব দেয়। তাতে, ইতিবাচক সাড়া দেন সেনা প্রধান। অবশ্য বিরতি চলাকালেই রাজধানী খার্তুমসহ আশপাশের অঞ্চলগুলোয় ভারী গোলাবর্ষণ হচ্ছে। এছাড়া গোলাগুলি আর মিসাইল ছোড়ার শব্দ পাওয়া যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতি অনুসারে, দেশটির রাজধানী খার্তুমে মাত্র ১৬ শতাংশ চিকিৎসা সেবাকেন্দ্র চালু রয়েছে। ডব্লিউএইচও এর আশঙ্কা, শুধু হামলার কারণে নয়, বরং খাদ্য ও পানির অভাবে রোগে ভুগে এবং চিকিৎসার অভাবে প্রাণ হারাবেন বহু মানুষ।
১৫ এপ্রিল থেকে সুদানে চলছে নেতৃত্ব দখলের লড়াই। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১২ জন, আহত ৪ হাজারের বেশি।
/এমএন

