Site icon Jamuna Television

দেশ ছেড়ে সারাবছর ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ৬ ইংলিশ ক্রিকেটারকে কোটি টাকার টোপ!

ছবি : সংগৃহীত

দেশ ছেড়ে সারাবছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ৬ ইংলিশ ক্রিকেটারকে কোটি টাকার প্রস্তাব দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি করতে চায় মালিকপক্ষ। খবর টাইমস লন্ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বেরিয়ে এসে আইপিএলে বার্ষিক চুক্তিভুক্ত হলে এসব ক্রিকেটারকে ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বেতন দিতে চায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বাংলাদেশি মুদ্রায় যা ৬৫ কোটি টাকারও বেশি। কিন্তু একজন ক্রিকেটারকে সারা বছরের জন্য কেন কিনবেন আইপিএল মালিকরা?

কারণ, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো এখন শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। দশ ফ্র্যাঞ্চাইজিরই কমবেশি বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে দল রয়েছে। সিপিএল, সাউথ আফ্রিকা টি২০, গ্লোবাল টি২০ লিগ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটের সব দলই আইপিএলের সহ-ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও চালু হতে চলেছে সৌদি টি২০ লিগেও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির মালিকানা আইপিএলের দলগুলোর।

ইংলিশ ক্রিকেটারদের দেয়া এ প্রস্তাবের অর্থ হলো- ক্রিকেটাররা নিজ দেশের বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলার বদলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বছর জুড়ে টি২০ লিগ খেলবেন। সেসব ক্রিকেটারদের দেশের বোর্ডের বদলে মালিকানা স্বত্ব থাকবে আইপিএলের সেই দলের।

ব্রিটিশ দৈনিক টাইমস লন্ডনের ওই প্রতিবেদনে অবশ্য জানানো হয়নি কোন কোন ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ইংল্যান্ডের কোন কোন ক্রিকেটারের কাছে এমন প্রস্তাব দেয়া হয়েছে।

ক্রমবর্ধমান টি২০ লিগের দৌরাত্ম্য কমাতে আইসিসির পক্ষ থেকে এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে। এমন অবস্থায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের এই বিশাল আর্থিক প্রস্তাব সত্যি হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোকেই নড়িয়ে দিতে পারে।

এএআর/

Exit mobile version