নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার (২৬ এপ্রিল) টিভি শো চলাকালে অসুস্থবোধ করেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চিকিৎসকরা জানান, পাকস্থলীতে সংক্রমণ হয়েছে তার। এ সময় একাধিক নির্বাচনী প্রচারণা এবং সভা-সমাবেশ বাতিল করা হয়। বৃহস্পতিবারের নির্ধারিত কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
তুরস্কে ১৪ মে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে গেল কয়েক সপ্তাহ ধরেই তুরস্কজুড়ে প্রচারণা চালাচ্ছেন ৬৯ বছর বয়সী এরদোগান। প্রতিদিন অসংখ্য সভা-সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পরিশ্রমের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
ইউএইচ/

