Site icon Jamuna Television

আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় পাক সেনাবাহিনীর সাথে কাজ করবে চীন

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে যৌথভাবে কাজ করবে চীন। দেশটিতে পাক সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সফরকালেই এলো এই তাৎপর্যপূর্ণ প্রতিশ্রুতি। খবর আল জাজিরার।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং প্রসারিত করা হবে। দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউজিয়া জানান, আঞ্চলিক বা আন্তর্জাতিক অঙ্গনে যতোই পরিবর্তন আসুক না কেনো, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, পাকিস্তানের জনসংযোগ বিভাগ ভিন্ন এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, চার দিনের সফরে চীনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সেনাপ্রধান মুনির। সেসময় অর্থমন্দা থেকে উত্তরণের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদারে তিনি গুরুত্ব দেবেন। একইসাথে সন্ত্রাসবাদ মোকাবেলায় করণীয় নিয়েও হবে আলোচনা।

এসজেড/

Exit mobile version