ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এর প্রভাবে আপলাইনে বন্ধ আছে ট্রেন চলাচল। ফলে এখন চট্টগ্রাম থেকে ঢাকামুখী ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকার দিকে আসছিল। হঠাৎ ৭টি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে যায়।
ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি টেনে তুলতে কাজ চলছে।
এসজেড/

