দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকায়ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।
দিনভর প্রচণ্ড গরমে যখন নগরবাসীর ত্রাহি অবস্থা তখন বিকেলে নামে স্বস্তির বৃষ্টি। বিকেল চারটার পর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। রাতের অন্ধকার নামে বিকেলেই। পাঁচটার পর থেকে ঝড়ো হাওয়া বইতে থাকে ঢাকায়। সাড়ে পাঁচটার দিকে নামে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে বিদ্যুতের ঝলকানি দেখা যায় আকাশে। বজ্রপাত হয়েছে কয়েক স্থানে।
এছাড়া সাতক্ষীরা, ঝিনাইদহ ও যশোরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে গেলেও বজ্রসহ ঝড়ো হাওয়া বইতে থাকে বেশ কিছুক্ষণ।
ইউএইচ/

