ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুজন মণ্ডল (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে মধুহাটি ইউনিয়নের কুবিরখালী পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিন মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, দুপুরের পরপরই ঝিনাইদহে কালবৈশাখী ঝড় শুরু হয়। থেমে থেমে দমকা বাতাসের সাথে ছিল বৃষ্টি। আকাশে মেঘ দেখে সুজন মণ্ডল বাড়ি থেকে পলিথিন নিয়ে মাঠে কেটে রাখা শুকনা ধান ঢাকতে যায়। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী মাঠ থেকে ছেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের সেকেন্ড অফিসার এএসআই বদর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সুজন বজ্রপাতে মারা গেছে। তার লাশ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
এএআর/

