সুদানে ৭২ ঘণ্টা বাড়লো অস্ত্রবিরতির সময়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে নতুন এই সময়সীমার প্রতি সম্মতি জানায় বিবাদমান উভয়পক্ষ। খবর আল জাজিরা’র।
বিরতি কার্যকরে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। অবশ্য রাজধানী খার্তুমে থেমে নেই লড়াই। শোনা যাচ্ছে ভারী গোলাবারুদ বর্ষণের শব্দ। দারফুরের পশ্চিমাঞ্চলেও ছড়িয়েছে সংঘাত।
এরইমধ্যে মানবিক করিডোরকে কাজে লাগিয়ে উদ্ধার করা হচ্ছে হাজার-হাজার মানুষকে। সৌদি আরবসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিচ্ছেন সুদানিরা।
দু’সপ্তাহ ধরে, দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বহরের মধ্যে চলছে ক্ষমতা গ্রহণের লড়াই। প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। আহত হয়েছেন ৪ হাজারের ওপর বাসিন্দা।
/এনএএস

