দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা সদস্যদের হামলায় প্রাণ হারালেন এক ফিলিস্তিনি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গুলি করে তাকে হত্যা করা হয়। খবর আল জাজিরা’র।
ইহুদি প্রশাসন অভিযোগ করেছে, এলোপাতাড়ি গাড়ি চালাচ্ছিলেন সন্দেহভাজন ঐ ব্যক্তি। চাপা দিচ্ছিলেন পথচারীদের। তাকে থামাতে সতর্কবার্তা দেয়া হয়। তবুও থামেননি ঐ ফিলিস্তিনি। উল্টো সেনাদের দিকে ছুরি নিয়ে তেড়ে আসেন। আত্মরক্ষায় গুলি ছোড়েন সেনা সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে হত্যার সেই ভিডিও।
ফিলিস্তিনিদের অভিযোগ, নিরস্ত্র ঐ ব্যক্তির মৃত্যু নিশ্চিত হওয়ার পরও, গুলি ছুড়ছিল ক্ষ্যাপাটে ইসরায়েলি সেনা।
স্বাধীনতাকামী সংগঠন পিএনএলএম জানিয়েছে, নিহত ফিলিস্তিনি আহমেদ ইয়াকূব তাহা। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।
/এনএএস

