রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের শিল্প সংযোগে হওয়া লিকেজ মেরামতের পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের সিটি ইকোনমিক জোনের পাশে প্রধানবাড়ি এলাকায় বড় ধরনের গ্যাস লিকেজের ঘটনা ঘটে।
এর আগে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের পাইপলাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ ছিল আরও ৭২ ঘণ্টা। এতে টানা চারদিনের গ্যাস সংকটে ছিল রূপগঞ্জ-আড়াইহাজারবাসী।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের প্রকৌশলী রিফাত আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার হঠাৎ করেই রূপসী এলাকায় শিল্প সংযোগের ৩ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন লিকেজ হয়ে ভয়াবহ আকারে গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগ এবং ডেমড়া জোনাল অফিসের লোকজন যৌথভাবে কাজ করে সরবরাহ স্বাভাবিক করেন।
প্রসঙ্গত, এর আগে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের প্রধান সরবরাহ পাইপ লাইন মেরামত কাজের জন্য গত ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য বন্ধ ছিল রূপগঞ্জ আড়াইহাজারসহ আশপাশের এলাকার শিল্প সংযোগ ও আবাসিক গ্যাস লাইন।
এএআর/

