Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১৬

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেলো কমপক্ষে ১৬ জনের। শুক্রবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকেই প্রচণ্ড ঝড়বৃষ্টি হয় বিভিন্ন জেলায়। এ সময়, বজ্রপাতে বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। উপড়ে পড়ে গাছপালা। এসব দুর্ঘটনায় পূর্ব বর্ধমাণ জেলায় প্রাণ হারান ৪ অধিবাসী। তাছাড়া, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগণায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

রাজ্য পুলিশের সূত্রমতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় আরও ৮ বাসিন্দার মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। তবে, শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ফসলী জমি।

গেলো কয়েক মাস ধরেই, তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয় তাপমাত্রা। অসুস্থ হয়ে অনেকেই ভর্তি হন হাসপাতালে। আগামী চার-পাঁচদিন থাকবে এই বৈরী আবহাওয়া।

/এনএএস

Exit mobile version