Site icon Jamuna Television

এরদোগানের সাথে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন পুতিনের

ভিডিও লিংকের মাধ্যমে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কি রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ এরদোগান অসুস্থ থাকায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর আল জাজিরার।


তুরস্কের এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আককু পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সরাসরি সহযোগিতা করেছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতম। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারসিন প্রদেশে গড়ে তোলা হয়েছে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।ৱ


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৃহস্পতিবার উদ্বোধন ঘোষণার পর পারমাণবিক জ্বালানির লোডিং করা হয়। একইসাথে উৎপাদিত হয় প্রথম ইউনিট বিদ্যুৎ। ভার্চুয়াল আয়জনে অর্থনৈতিক সম্পর্ক জোরালো রাখার আশাবাদ জানান দুই নেতা।

দেশটির কূটনীতিক সূত্র জানায়, অনুষ্ঠানের আগে ফোনালাপে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং কৃষ্ণ সাগরে শস্য পরিবহন ইস্যুতেও কথা বলেন পুতিন ও এরদোগান। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিচিত দেশগুলোর তালিকায় ৬০ বছর বিলম্বে যুক্ত হলো তুরস্ক।

এসজেড/

Exit mobile version