Site icon Jamuna Television

নিরাপত্তা ভেদ করে গাড়ি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকার চেষ্টা, কয়েকজন আহত

নিরাপত্তা চৌকি ভেদ করে প্রাইভেটকার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকার চেষ্টার সময় এক যুবককে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। দ্রুত গতির গাড়িটি থামানোর সময় সেখানে থাকা কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার জানায়, পুরুষ চালককে আটক করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের তোলা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে বেশ ক’টি পুলিশের গাড়ি অবস্থান করছে। আশপাশের এলাকা ঘিলে রাখা হয়েছে।

Exit mobile version