Site icon Jamuna Television

ভরা জনসভায় বাইডেনকে বিদ্রুপ ট্রাম্পের

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র এখন জমজমাট। এবারের নির্বাচনেও প্রধান দুই প্রার্থী হলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ভরা মজলিসে এবার বাইডেনকে নিয়ে বিদ্রুপ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক জনসভায় এ বিদ্রুপ করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে কুটিল বলে আখ্যা দেন বিরোধী এ নেতা।

এ সময় ট্রাম্প বলেন, হিলারি ক্লিন্টনকে আজ থেকে আর কুটিল ডাকতে চাই না। তাকে সুন্দরী হিলারি বলা যেতে পারে। বরং কুটিল উপাধি দেয়া উচিত জো বাইডেনকে। তার কর্মকাণ্ডের কারণেই আজ থেকে তাকে আমরা কুটিল বলেই সম্বোধন করবো।

এসজেড/

Exit mobile version