Site icon Jamuna Television

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বিজয় উদযাপনে সাজ সাজ রব রাশিয়ায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় স্মরণে তোড়জোড় চালাচ্ছে রাশিয়া। ঐতিহ্যবাহী রেড স্কয়ারে রাত্রিকালীন মহড়া চলছে। এরইমধ্যে রাজধানী মস্কোয় নেয়া হচ্ছে ট্যাংক-সাঁজোয়া যানের মতো ভারী সামরিক সরঞ্জাম। রয়েছে মিসাইল বহনে সক্ষম যুদ্ধযানও। খবর দ্য মস্কো টাইমসের।

প্রতি বছর ৯ মে নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জয় উদযাপিত হয় দেশটিতে। গত বছর, ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানের কারণে কিছুটা ভাটা পড়ে সেই আয়োজনে। তবে সেই কমতি এবার পুষিয়ে নিতে চলছে জোর তোড়জোড়।

বিশেষজ্ঞদের মতে, ২০০৮ সাল থেকে বিজয় দিবসের প্যারেডে পেশিশক্তির প্রদর্শনীর ওপরই গুরুত্ব দিচ্ছে রাশিয়া। উপস্থাপিত হয় অত্যাধুনিক যুদ্ধবিমান, সাঁজোয়া যান আর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।

এসজেড/

Exit mobile version