Site icon Jamuna Television

পেরু-চিলি সীমান্তে আটকা হাজারো অভিবাসন প্রত্যাশী

পেরু-চিলি সীমান্তে দেখা দিয়েছে শরণার্থী সংকট। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভেনেজুয়েলা থেকে বহু শরণার্থী সীমান্ত পার হতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এক পর্যায়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষেরও ঘটনা ঘটে। খবর সংবাদ সংস্থা এপির।

কর্তৃপক্ষ জানায়, সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক। পেরু হয়ে নিজ দেশে প্রবেশ করতে চান তারা। তবে বেশিরভাগেরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে সীমান্ত পাড়ি দিতে অনুমতি মিলছে না তাদের। আশঙ্কা করা হচ্ছে, সীমান্ত পার হতে পারলে তাদের মধ্যে অনেকেই অবৈধভাবে থেকে যাবে পেরুতেই। ফলে সীমান্তে কঠোর অবস্থানে আছেন নিরাপত্তা বাহিনী।

এদিকে, নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এরই মধ্যে অনেকেই দেশটিতে প্রবেশ করেছে। অতিরিক্ত চাপ এড়াতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত টহল টিম।

সরকারি হিসাব অনুযায়ী, পেরুতে প্রায় চার লাখ অবৈধ অভিবাসী বাস করছে, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক।

এসজেড/

Exit mobile version