Site icon Jamuna Television

নেদারল্যান্ডসে মহা ধুমধামে উদযাপিত হলো ‘কিংস ডে’

নেদারল্যান্ডসে উদযাপিত হলো ‘কিংস ডে’। রাজার জন্মদিন উপলক্ষ্যেই দেশজুড়ে নজরকাড়া সব আয়োজন করা হয়। দিনটিতে রাষ্ট্রীয় ছুটিও পালিত হয় প্রতি বছর। খবর ডাচ নিউজের।

‘কিংস ডে’ উপলক্ষ্যে জাতীয় পতাকার রঙে নিজেদের রাঙিয়ে পথে নামেন সাধারণ মানুষ। রাজা উইলিয়াম আলেক্সান্ডারের প্রতি আনুগত্য প্রকাশ করেন তারা।

এদিন দেশবাসীর সাথে কুশল বিনিময়ে ব্যস্ত থাকেন রাজ পরিবারের সদস্যরা। এবারও রানী ম্যাক্সিমার সাথে ছিলেন দুই রাজকুমারী। অবশ্য সময়ের সাথে রাজতন্ত্রের প্রতি আগ্রহ হারাচ্ছেন ডাচরা। গবেষণা প্রতিষ্ঠান আইপিএসওএস এর তথ্য অনুসারে, মাত্র ৪৬ শতাংশ জনতা এখনও রাজার প্রতি আস্থাশীল।

এসজেড/

Exit mobile version