Site icon Jamuna Television

হজযাত্রীদের করোনা টিকা এবারও বাধ্যতামূলক রেখেছে সৌদি সরকার

ছবি : সংগৃহীত

হজযাত্রীদের জন্য করোনা টিকা গ্রহণ এবারও বাধ্যতামূলক রয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের টুইট বার্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হজ আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে আবেদনকারীকে। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সনদের অনুলিপি। অন্যথায় হজের অনুমতি দেবে না কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ পালনে জারি ছিল নিষেধাজ্ঞা। ২০২১ সালে শুধুমাত্র নিজ দেশের নাগরিকদের হজ পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। ২০২২ সালে মুসল্লিদের হজ পালনের অনুমতি দিলেও ছিল করোনা টিকা গ্রহণের বাধ্যবাধকতা।

এএআর/

Exit mobile version